Tuesday 31 January 2012

এই বিদায়ে -আর্টসেল

গানের নামঃএই বিদায়ে


ব্যান্ডঃ আর্টসেল




তোমার অনেক 


ফেলে আসা


ধূসর ধুলো জমা সময়ে



নীরব চেয়ে থাকা চোখের 



আলো ঘিরে


থাকবে যেন তোমাকে,


যা কিছু ছিল থেমে থাকা


আবার থামবেএই বিদায়ে

আমার অপার সীমানাতে



তোমার চিহ্ন তবু রবে বেঁচে ।

নিয়ত স্মরনের বেড়া জালে



অধীর অপেক্ষার শেষে

প্রয়াত আগামীর স্মৃতি জুড়ে



বিদায় আসবে অবশেষে

তোমারি শব্দ শুনে নির্জনে



ধূসর ধুল জমা সময়ে

নিহত স্বপ্নুগুলো সহসা আলো 



জ্বেলে


হারিয়ে যাও যতদুরে আসবে 


তবু ফিরে

আমার অজানায়-


অবিরত মলিন ক্ষত মুছে 


ফেলে চিরতরে

তোমার অসাড় থেমে থাকার,



প্রয়াত আগমনে।

Read more...

Saturday 28 January 2012

দূঃখ বিলাস _আর্টসেল


Read more...

আলো-ওয়ারফেইজ


গানের নামঃ আলো


অ্যালবামঃ আলো


কন্ঠঃ মিজান


সুর ও কথাঃ হাসান ইমতিয়াজ সুমন



ব্যান্ডঃ ওয়ারফেইজ

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
এ রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনালো

Read more...

যদি কোন দিন - অর্থহীন

গানের নামঃ যদি কোন দিন


অ্যালবামঃ অসমাপ্ত ১



কন্ঠ ও সংগীতঃ Bassbaba)



ব্যান্ডঃ অর্থহীন


যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলি যা ছিল তোমায় জন্য
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলি যা ছিল তোমায় নিয়ে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে

Read more...

অবাক ভালবাসা -ওয়ারফেইজ

অ্যালবামঃ অবাক ভালবাসা



কন্ঠ/সুর/কথা: বাবনা


intro & key: রাসেল আলী

ব্যাণ্ড: ওয়ারফেইজ


সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে।

Read more...

Friday 27 January 2012

অনিকেত প্রান্তর - আর্টসেল

গানের নামঃ অনিকেত প্রান্তর 

অ্যালবামঃ অনিকেত প্রান্তর

কথা ও সুরঃ আর্টসেল


তবু এই দেয়ালের শরীরে


যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ


পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার


যতো উদ্ভাসিত আলো রং


আকাশের মতন অকস্মাত নীল


নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ


তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে..



দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে


বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

Read more...

আমার সোনার বাংলা( বাংলাদেশের জাতীয় সঙ্গীত)


Tagore3.jpg
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সোনার বাংলা গানের রচয়িতা ও সুরকার
দেশ বাংলাদেশ
কথারবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০৬
সুররবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০৬
গ্রহণের তারিখ১৯৭২



আমার সোনার বাংলা



আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি|
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে--
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,--
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

Read more...

Thursday 26 January 2012

তোমাকে by আর্টসেল


গানের নামঃ তোমাকে


অ্যালবামঃ অনিকেত প্রান্তর

কথা ও সুরঃ আর্টসেল


তোমাকে আলো ভেবে

চোখ যে ঢেকেছি আঁধারে

নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে

স্বপ্নগুলো হারিয়ে ফেলে

চেয়েছি ফিরে তোমার আলোতে


তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে


তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে


আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চার পাশে তোমাকে ঘীরে


তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে

Read more...

হুঙ্কারের অপেক্ষায় - আর্টসেল

হুঙ্কারের অপেক্ষায় - আর্টসেল

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।

দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।

Read more...

Thursday 19 January 2012

শেষ গান -অর্থহীন


গানের নামঃ শেষ গান



অ্যালবামঃ অসমাপ্ত ১


কন্ঠ & সংগীতঃ Bassbaba সুমন



ব্যান্ডঃ অর্থহীন


যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে
গানটা লেখা শেষে............

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম,গানের গলা যাচ্ছে যেনো মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাত আবার চোখে রক্ত ঝরে
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাত করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি...........

Read more...

Wednesday 18 January 2012

এপিটাফ -অথ্হীন

গানের নামঃ এপিটাফ

কথা ও সুরঃ  সুমন (অথ্হীন)
অ্যালবামঃ স্বপ্নচুডা ১

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...বহুদুর

Read more...

চাইতে পারো ২

গানের নামঃ চাইতে পারো ২

অ্যালবাম: অসমাপ্ত ১


কন্ঠ ও সংগীত: Bassbaba সুমন 

কথা: Bassbaba সুমন ও তপু

চাইতে পারো আবার সেই জোসনা
ঘরের সিলিং এ সন্ধ্যাতারাটা
চাইতে পারো সারারাত আর সারাদিন
হবে না যে কখনো আর লোডশেডিং
চাইতে পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতে পারো শুনতে নতুন এক গান
করব না যেখানে তোমায় আর অপমান
এক মুঠো গোলাপ,আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ,অথবা এই রাত
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি?


Read more...

চেরা সপ্ন - ব্যান্ড (অথ্হীন)


কথাঃ  চেরা সপ্ন

অ্যালবাম - অসমাপ্ত ১,


সুর ও সংগীত - বেস বাবা সুমন,


ব্যান্ড -  অথ্হীন 



পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চূড়ার একটুখানি বরফ..ও
নীল আকাশে ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতের তারায় লিখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরুভূমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ।

Read more...

Welcome

this is test

Read more...

Share on Facebook

Visitor Location

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP