Friday 30 March 2012

বন্ধু- জেমস

বন্ধু- জেমস

আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?
বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?

কাজল সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরের রিনি ঝিনি কাকন
দিয়েছে যে আমার পরপার।।

বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?

সাগরের বুকে উডে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনের পথে একে যায় ছবি
তুমি যেন তার উপমা।।

বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?
আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?
বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

Read more...

Tuesday 31 January 2012

এই বিদায়ে -আর্টসেল

গানের নামঃএই বিদায়ে


ব্যান্ডঃ আর্টসেল




তোমার অনেক 


ফেলে আসা


ধূসর ধুলো জমা সময়ে



নীরব চেয়ে থাকা চোখের 



আলো ঘিরে


থাকবে যেন তোমাকে,


যা কিছু ছিল থেমে থাকা


আবার থামবেএই বিদায়ে

আমার অপার সীমানাতে



তোমার চিহ্ন তবু রবে বেঁচে ।

নিয়ত স্মরনের বেড়া জালে



অধীর অপেক্ষার শেষে

প্রয়াত আগামীর স্মৃতি জুড়ে



বিদায় আসবে অবশেষে

তোমারি শব্দ শুনে নির্জনে



ধূসর ধুল জমা সময়ে

নিহত স্বপ্নুগুলো সহসা আলো 



জ্বেলে


হারিয়ে যাও যতদুরে আসবে 


তবু ফিরে

আমার অজানায়-


অবিরত মলিন ক্ষত মুছে 


ফেলে চিরতরে

তোমার অসাড় থেমে থাকার,



প্রয়াত আগমনে।

Read more...

Saturday 28 January 2012

দূঃখ বিলাস _আর্টসেল


Read more...

আলো-ওয়ারফেইজ


গানের নামঃ আলো


অ্যালবামঃ আলো


কন্ঠঃ মিজান


সুর ও কথাঃ হাসান ইমতিয়াজ সুমন



ব্যান্ডঃ ওয়ারফেইজ

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
এ রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনালো

Read more...

যদি কোন দিন - অর্থহীন

গানের নামঃ যদি কোন দিন


অ্যালবামঃ অসমাপ্ত ১



কন্ঠ ও সংগীতঃ Bassbaba)



ব্যান্ডঃ অর্থহীন


যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলি যা ছিল তোমায় জন্য
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলি যা ছিল তোমায় নিয়ে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে

Read more...

অবাক ভালবাসা -ওয়ারফেইজ

অ্যালবামঃ অবাক ভালবাসা



কন্ঠ/সুর/কথা: বাবনা


intro & key: রাসেল আলী

ব্যাণ্ড: ওয়ারফেইজ


সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে।

Read more...

Friday 27 January 2012

অনিকেত প্রান্তর - আর্টসেল

গানের নামঃ অনিকেত প্রান্তর 

অ্যালবামঃ অনিকেত প্রান্তর

কথা ও সুরঃ আর্টসেল


তবু এই দেয়ালের শরীরে


যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ


পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার


যতো উদ্ভাসিত আলো রং


আকাশের মতন অকস্মাত নীল


নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ


তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে..



দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে


বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

Read more...

Share on Facebook

Visitor Location

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP