Friday 27 January 2012

আমার সোনার বাংলা( বাংলাদেশের জাতীয় সঙ্গীত)


Tagore3.jpg
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সোনার বাংলা গানের রচয়িতা ও সুরকার
দেশ বাংলাদেশ
কথারবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০৬
সুররবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০৬
গ্রহণের তারিখ১৯৭২



আমার সোনার বাংলা



আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি|
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে--
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,--
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।


মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মায় আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি|





0 comments:

Share on Facebook

Visitor Location

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP