Friday 30 March 2012

বন্ধু- জেমস

বন্ধু- জেমস

আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?
বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?

কাজল সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরের রিনি ঝিনি কাকন
দিয়েছে যে আমার পরপার।।

বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?

সাগরের বুকে উডে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনের পথে একে যায় ছবি
তুমি যেন তার উপমা।।

বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?
আর কিছুক্ষণ কি রবে বন্ধু?
আর কিছু কথা কি হবে?
বলবে কি শুধু ভালবাসি তোমায়?
বলবে কি শুধু তুমি যে আমার 
মুছে ফেলে সব জডতা।। (-২)

0 comments:

Share on Facebook

Visitor Location

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP